ফটিকছড়ি প্রতিনিধি ।।
প্রকাশ : 01.12.18, সময় : 12.43 p.m
চট্টগ্রামের ব্রান্ডের খাবারের অন্যতম প্রতিষ্ঠান সিজল ফটিকছড়ি নাজিরহাট শাখার ১ ম বর্ষপূর্তি ৩০ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে। কেক কেটে বর্ষপূর্তি উদযাপনের শুভ সূচনা করেন নাজিরহাট আদর্শ ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন,সাবেক কাউন্সিলর শাহনেওয়াজ সেবুল,ব্যবসায়ী মোহাম্মদ সরওয়ার,শহিদুল আলম,সাংবাদিক রফিকুল ইসলাম প্রমুখ। ঝংকারমোড় শাখার স্বত্তাধিকারি আলি নেওয়াজ বলেন,আমরা ক্রেতাদের রুচি সম্মত খাবার পরিবেশনের মধ্যে দিয় ১ বছর পার করলাম। এ সময়ে আমরা ক্রেতাদের আস্থা অর্জনে সক্ষম হয়েছি। সামনেও আমরা খাবার প্রিয়দের এ আস্থা ধরে রাখব।