ঢাকা | বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে রেকর্ড বৃষ্টিতে ডুবে গেছে ফসল, বিপাকে পড়েছেন কৃষকরা।

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 2, 2025 ইং
চাঁপাইনবাবগঞ্জে রেকর্ড বৃষ্টিতে ডুবে গেছে ফসল, বিপাকে পড়েছেন কৃষকরা। ছবির ক্যাপশন:
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 

চাঁপাইনবাবগঞ্জে রাতভর বৃষ্টিতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ডুবে গেছে জমির পাকা, আধাপাকা ধান। কৃষি বিভাগ বলছে, গত ১০ বছরে একদিনে এমন বৃষ্টির রেকর্ড নেই চাঁপাইনবাবগঞ্জে।

শুক্রবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে শুরু হয় বৃষ্টি। কখনো মাঝারি আবার কখনো হালকা বৃষ্টি চলে রাতভর।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, জেলার ৫ উপজেলায় মোট ৯৫৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জেলায় গড় বৃষ্টিপাতের পরিমাণ ১৯১ মিলিমিটার। এতে মাঠে থাকা আমন ধান, সরিষা ও অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।


কৃষকরা বলছেন, আর এক সপ্তাহ পরেই শুরু হতো ধান কাটা। কিন্তু শেষ মুহূর্তে এসে বৃষ্টিতে তাদের ব্যাপক ক্ষতির মুখে পড়তে হলো। নিম্নাঞ্চলের খেতগুলোতে পুরো ধান পানিতে নিমজ্জিত হয়ে গেছে। কৃষকদেরে দাবি, আগে যেসব জমিতে বিঘাপ্রতি ২০ মণ ধান পাওয়ার আশা করছিলেন, সেখানে হয়তো ৫ মণের বেশি পাবেন না।

সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের মহিপুর গ্রামের কৃষক আমিনুল ইসলাম বলেন, আমার দুই বিঘা জমির ধান পুরোপুরি ডুবে গেছে। কয়েকদিন পরেই ধান কাটা শুরু হতো। কিন্তু শেষ মুহূর্তে দুর্যোগের কবলে পড়ে অধিকাংশ ধান শেষ হয়ে গেছে। আশা করেছিলাম, প্রতি বিঘায় ২০ মণ করে ধান হবে। কিন্তু এখন মনে হচ্ছে বিঘাতে ৫ মণের বেশি পাবো না।

আরেক চাষি জুলমত আলী বলেন, আমরা কল্পনাও করিনি যে এই সময়ে এসে এত বৃষ্টি হবে এবং সবকিছু পানির নিচে তলিয়ে যাবে। 

এদিকে, রাতভর বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয় চাঁপাইনবাবগঞ্জ শহরসহ বিভিন্ন এলাকায়। শহরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, বাসভবন, পুলিশ সুপারের বাসভবন, নিউ মার্কেট, বড় ইন্দারামোড়, স্কুল-ক্লাব রোডসহ শহরের অধিকাংশ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। বেশ কয়েকটি এলাকায় বাড়িঘরে পানি ঢুকে যায়।

চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. ইয়াছিন আলী জানান, গত ১০ বছরের একদিনে এত বৃষ্টির রেকর্ড নেই চাঁপাইনবাবগঞ্জে। বৃষ্টিতে জেলার ৪ হাজার ৪৫৯ হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে। এসব ফসলের মধ্যে রয়েছে রোপা আমন, সরিষা, বিভিন্ন সবজি, পেঁয়াজ, মাসকলাই, ভুট্টা, স্ট্রবেরি।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল