প্রবীর সুমন // খাগড়াছড়ি প্রতিনিধি
অবশেষে নানা আলোচনা ও জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে খাগড়াছড়ি-২৯৮ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আনুষ্ঠানিকভাবে আব্দুল ওয়াদুদ ভূঁইয়াকে প্রার্থী হিসেবে মনোনীত করেছে। সোমবার (৩ নভেম্বর) বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত জানানো হয়।
সাবেক সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি হিসেবে ওয়াদুদ ভূঁইয়া দীর্ঘদিন পাহাড়ে দলের নেতৃত্ব দিয়ে আসছেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতাকে মূল্যায়ন করেই দল এবার তাকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করেছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় নেতারা।
মনোনয়ন ঘোষণার খবর ছড়িয়ে পড়তেই তৃণমূলের নেতাকর্মীরা বর্ণাঢ্য আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ ও শোভাযাত্রা আয়োজন করে উচ্ছ্বাস প্রকাশ করেন। স্থানীয় নেতারা জানান, “দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। দলের সিদ্ধান্ত আমাদের মধ্যে নতুন উদ্দীপনা ও ঐক্যের বার্তা এনে দিয়েছে। এবার আমরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করবো।”
মনোনয়ন ঘোষণার পর প্রতিক্রিয়ায় আব্দুল ওয়াদুদ ভূঁইয়া বলেন, আমার প্রতি আস্থা রাখার জন্য আমি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি এবং জননেতা তারেক রহমানের প্রতি কৃতজ্ঞ। জনগণের ভোট ও ভালোবাসার মাধ্যমে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আমি সর্বোচ্চ চেষ্টা করবো। খাগড়াছড়িবাসীর অধিকার ও গণতন্ত্র রক্ষার অঙ্গীকার নিয়ে আমি নির্বাচনী মাঠে নামছি।”

দৈনিক চট্টগ্রামপোস্ট