নিউজ ডেস্ক, চট্টগ্রাম
বাংলাদেশের অন্যতম দ্রুতবর্ধনশীল ডিরেক্ট সেলিং প্রতিষ্ঠান ভার্টেক্স লাইফ ইন্টারন্যাশনাল লিমিটেড চট্টগ্রামে আয়োজন করেছে বিশেষ বিজনেস ট্রেনিং, “Leadership Elevation” ও “Our Vision” শীর্ষক অনুষ্ঠান।
শনিবার বিকেল ৫টায় নগরীর নন্দনকাননস্থ পুলিশ প্লাজার “রোজ গার্ডেন অডিটোরিয়াম” এ অনুষ্ঠিত হয় এই ব্যতিক্রমধর্মী আয়োজন।
প্রোগ্রামে অংশগ্রহণ করেন শুধুমাত্র আমন্ত্রিত একটিভ লিডাররা। উপস্থিত অতিথিরা নাম ও মোবাইল নম্বর যাচাই শেষে উপস্থিতি শীটে স্বাক্ষর করে আসন গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির সম্মানিত এডভাইজার জনাব শহিদুল ইসলাম বাবুল, সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক জনাব সাইফুল ইসলাম এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিইও জনাব মিজান রায়হান।
পবিত্র কুরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়। শুভেচ্ছা বক্তব্য দেন চট্টগ্রাম ডিপো মালিক ও টিম ম্যানেজার পদবী এচিভার মাওলানা লিয়াকত আলী।
এরপর সিনিয়র ও এক্সিকিউটিভ লিডারগণ অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। পরবর্তী সেশনে কোম্পানির হেড অব মার্কেটিং এম. এ. করিম “Our Vision” টপিকের ওপর একটি প্রাণবন্ত বিজনেস ট্রেনিং সেশন পরিচালনা করেন।
এ সময় প্রধান অতিথি জনাব শহিদুল ইসলাম বাবুল এচিভারদের ফুল দিয়ে বরণ করে নেন।
সেশনে ভার্টেক্স লাইফের আগামী পাঁচ বছরের ভিশন ও ব্যবসায়িক পরিকল্পনা উপস্থাপন করা হয়, যা উপস্থিত লিডারদের মধ্যে নতুন অনুপ্রেরণা সৃষ্টি করে।
ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম বলেন—
ভার্টেক্স লাইফ ইন্টারন্যাশনাল লিমিটেড বাংলাদেশের প্রথম দেশীয় ডিরেক্ট সেলিং কোম্পানি হিসেবে শুরু থেকেই শতাধিক নিত্যপ্রয়োজনীয়, হেলথ ও বিউটি পণ্যের নিজস্ব উৎপাদন করে আসছে।
আমরা ১০০% পণ্য ও সেবা ভিত্তিক, স্কিমমুক্ত কোম্পানি — যেখানে বিনিয়োগ বা স্কিমের প্রয়োজন নেই।
কাস্টমাররা কম দামে মানসম্মত পণ্য পান এবং কোম্পানির লাভের অংশ ক্যাশব্যাক হিসেবে ফেরত পান।”
তিনি আরও বলেন, “ভার্টেক্স লাইফের সব পণ্য বিএসটিআই অনুমোদিত এবং কোম্পানি সব সরকারি নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করছে। স্বচ্ছতা, নৈতিকতা ও প্রতিশ্রুতির জায়গায় আমরা ১০০% সঠিক থাকতে চাই।”
অনুষ্ঠানের শেষপর্বে ডিলার মাওলানা মুসলিম উদ্দিন সাহেব দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
পরে রাতের সম্মিলিত ডিনার পর্বের মাধ্যমে প্রোগ্রামের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

দৈনিক চট্টগ্রামপোস্ট