ঢাকা | বঙ্গাব্দ

রাঙামাটির বরকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্বাস্থ্যকেন্দ্রে দুদকের অভিযান

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 5, 2025 ইং
রাঙামাটির বরকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্বাস্থ্যকেন্দ্রে দুদকের অভিযান ছবির ক্যাপশন: অনিয়মের অভিযোগে রাঙামাটির বরকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্বাস্থ্যকেন্দ্রে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক
ad728
রকিব উদ্দিন রকি, রাঙামাটি,চট্টগ্রাম 

স্বাস্থ্য ও চিকিৎসা সেবায় অনিয়ম, কর্মকর্তা-কর্মচারীরা কার্যালয়ে অনুপস্তিসহ বিভিন্ন বরাদ্দের কাজে অনিয়মের অভিযোগে রাঙামাটির বরকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্বাস্থ্যকেন্দ্রে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসময় এসব অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছেন দুদক কর্মকর্তা।

আজ (বুধবার, ৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বরকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমে অভিযান পরিচালনা করা হয়, পরবর্তীতে আইমাছড়ি পরিবার কল্যান কেন্দ্রে ও সবশেষে ভূষণছড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে অভিযান চালায় ৫ সদস্যবিশিষ্ট দল। ৪ ঘন্টাব্যাপী এ অভিযান উঠে আসে স্বাস্থ্য ও চিকিৎসা সেবায় অনিয়ম, কার্যালয়ে অনুপস্থিতিসহ বিভিন্ন অভিযোগের প্রাথমিক সত্যতা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযানে দুদক কর্মকর্তারা বিভিন্ন বরাদ্দ ও বরাদ্দের খরচসহ ঔষধের হিসাব গরমিল এবং অভিযোগ পাওয়া বিভিন্ন তথ্যের ভিত্তিতে কাগজপত্র যাচাই-বাছাই করেন দুদক কর্মকর্তারা। পরবর্তীতে আইমাছড়ি পরিবার কল্যান কেন্দ্র পরিদর্শনে দেখা যায় অফিসে তালা দেওয়া। অনুপস্থিত সকল কর্মকর্তা-কর্মচারীরা। অন্যদিকে ভূষণছড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে দেখা যায় সাপ্তাহে মাত্র ২ দিন অফিস করছেন যে একজন পরিদর্শীকা আছেন তিনি।

দুদক রাঙামাটি জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেন জানান- বিভিন্ন অভিযোগের ভিত্তিতে আজ আমরা ৩ প্রতিষ্টানে অভিযান চালিয়েছি। অভিযানে অনেক তথ্য উঠে আসেছে। এগুলো পর্যালোচনা শেষে উর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ করে একটি প্রতিষ্ঠান সম্পূর্ণ বন্ধ ছিলো, আমারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কর্তৃপক্ষকে চিঠি দিবো।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ