ঢাকা | বঙ্গাব্দ

বোয়ালখালী শাকপুরা স্কুলের মানস্ স্যারের রাজকীয় বিদায়

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 6, 2025 ইং
বোয়ালখালী শাকপুরা স্কুলের মানস্ স্যারের রাজকীয় বিদায় ছবির ক্যাপশন: মানস্ স্যারের রাজকীয় বিদায়
ad728
এম মনির চৌধুরী রানা, চট্টগ্রাম 

চট্টগ্রামে বোয়ালখালী ঐতিহ্যবাহি শাকপুরা স্কুলের  সহাকারী সিনিয়র শিক্ষক মানস কান্তি দাশ স্যারের রাজকীয় বিদায় দিয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীসহ বিদ্যালয় পরিচালনা কমিটি ।  উপজেলার শাকপুরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী সিনিয়র শিক্ষক মানস কান্তি দাশ আজ এ বিদায় দেওয়া হয়। তিনি ওই প্রতিষ্ঠানে ৩৭ বছর শিক্ষকতা করেছেন। 

স্থানীয়রা জানিয়েছেন, সকালে বিদায়ী শিক্ষককে গাড়িতে তুলে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বর্ণাঢ্য শোভাযাত্রাটি এক কিলোমিটার প্রধান প্রধান পদক্ষিন সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে সভাপতি আবদল গনি,র  সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বক্তব্য রাখেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদুল হক, সহকারী প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত দিলীপ কুমার চৌধুরী, শিক্ষক মোহাম্মদ ফেরদাউস, তাহমিনা আকতার, সুধীর চক্রবত্তী, প্রজাপতি পাল, করিমুন্নেছা বেগম, শিক্ষক জুয়েল চৌধুরী সঞ্চালনায় বক্তব্য রাখেন মোঃ শরীফ উদ্দিন,  মোছাঃ শারমীন আকতার,  সৌরভ দেব নাথ, মোঃ শফিউল আলম, অপর্না রানী দাস, সাজ্জাদ হোসেন, অভিজিত চৌধুরী, রতন দাশ, মোছাম্মৎ ফাতেমা বেগম, মুহাম্মদ দিদারুল হক, টিপলু বৈদ্য প্রমুখ।

বিদায়ী সহকারী প্রধান শিক্ষক মানস্ দাশ বলেন,দীর্ঘ ৭৩ বছর এ বিদ্যালয়ে আছি। আজ ছিল আমার শেষ কর্মদিবস। প্রিয় জায়গা ছেড়ে যেতে হচ্ছে। এ রকম বিদায় আমাকে অভিভূত করেছে। সবার ভালোবাসা ও শ্রদ্ধার কারণেই আজকের এ বর্ণাঢ্য আয়োজন। সবাই দোয়া করবেন অবসর সময়টা যেন পরিবারকে নিয়ে সুন্দরভাবে কাটাতে পারি। 

শাকপুরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহামুদুল হক বলেন, এ প্রতিষ্ঠানে সততা ও নিষ্ঠার সঙ্গে দীর্ঘ ৩৭ বছর কাটিয়ে দিয়েছেন মানস্  স্যার। আমার সঙ্গে তার পথচলা দীর্ঘ দিনের। আজ বিদায় নিলেন প্রিয় সহকর্মী। তিনি ছিলেন পরামর্শদাতা ও পথচলার সাথী। তার সুস্থতা ও সুন্দর জীবনের জন্য সবার দোয়া কামনা করছি। 
তিনি আরও বলেন, এরকম রাজকীয় বিদায়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু