মিজানুর রহমান, রামু প্রতিনিধি:
রামু উপজেলা ছাত্রদলের সিদ্ধান্ত মোতাবেক ঈদগড় ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তরুণ ও উদীয়মান ছাত্রনেতা আশরাফুল হক আদনান। সম্প্রতি উপজেলা ছাত্রদলের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয় এবং আনুষ্ঠানিকভাবে আদনানের হাতে দায়িত্ব অর্পণ করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, ছাত্রদলের সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও গতিশীল, শক্তিশালী ও তৃণমূলভিত্তিক করার লক্ষ্যে এই দায়িত্ব প্রদান করা হয়েছে। আশরাফুল হক আদনানের সক্রিয় ভূমিকা, নেতৃত্বগুণ ও সংগঠনের প্রতি তার দীর্ঘদিনের নিষ্ঠা বিবেচনা করেই তাকে এই পদে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।
নতুন দায়িত্ব পেয়ে আশরাফুল হক আদনান ছাত্রদলের আদর্শ ও নেতৃত্বের প্রতি তাঁর অগাধ আনুগত্যের কথা ব্যক্ত করে বলেন,
ছাত্রদলের নেতৃত্ব ও শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে ঈদগড় ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ছাত্রদলকে আরও সুসংগঠিত, ঐক্যবদ্ধ ও আন্দোলনমুখী করে তুলতে কাজ করে যাবো। সংগঠনের প্রতিটি কর্মীর সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করে ছাত্রদলকে একটি শক্তিশালী কাঠামোতে রূপ দিতে আমি সর্বোচ্চ চেষ্টা করবো।
তিনি বলেন,
ছাত্রদল হলো দেশের গণতান্ত্রিক আন্দোলনের অগ্রণী বাহিনী। তাই এই সংগঠনকে নতুন প্রজন্মের নেতৃত্বে আরও সমৃদ্ধ করে গড়ে তোলা আমার অন্যতম অঙ্গীকার।
দলীয় নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেছেন যে, আশরাফুল হক আদনানের নেতৃত্বে ঈদগড় ইউনিয়ন ছাত্রদল নতুন উদ্যমে সাংগঠনিক কর্মকাণ্ডে অগ্রগতি সাধন করবে এবং ছাত্ররাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

দৈনিক চট্টগ্রামপোস্ট