ঢাকা | বঙ্গাব্দ

উন্নয়নের শীর্ষে যেতে হলে সৎ নির্লোভ ও নীতিবান নেতৃত্ব অপরিহার্য— অধ্যক্ষ হেলালী

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 6, 2025 ইং
উন্নয়নের শীর্ষে যেতে হলে সৎ নির্লোভ ও নীতিবান নেতৃত্ব অপরিহার্য— অধ্যক্ষ হেলালী ছবির ক্যাপশন: সৎ ও নীতিবান নেতৃত্বই উন্নয়নের মূল ভিত্তি — অধ্যক্ষ হেলালী
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, “উন্নয়নের শীর্ষে যেতে হলে সৎ, নির্লোভ ও নীতিবান নেতৃত্ব অপরিহার্য। আর এই গুণ একমাত্র জামায়াতে ইসলামীর মধ্যেই বিদ্যমান। জনগণ এখন তা উপলব্ধি করছে।”

১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের কাজীরদীঘি এলাকায় হাজী আব্দুল আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কাজীরদীঘি সাংগঠনিক ওয়ার্ড সভাপতি নাজমুল হকের সভাপতিত্বে এবং কেন্দ্রের আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. ইসহাকের সঞ্চালনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।

অধ্যক্ষ হেলালী আরও বলেন, দেশের বর্তমান সংকট কাটিয়ে উঠতে হলে দুর্নীতিমুক্ত ও নৈতিক রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে। জনগণের আস্থা অর্জন করতে হলে নেতাদের সেবা, ত্যাগ ও সততার মনোভাব রাখতে হবে। জামায়াতের নেতৃত্ব সেই নৈতিক আদর্শে বিশ্বাসী বলেই জনগণ তাদের দিকে ফিরে তাকাচ্ছে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হালিশহর থানার আমীর ফখরে জাহান সিরাজী, থানা সেক্রেটারি আবুল কালাম আজাদ এবং থানার সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনজুরুল হক।

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন অ্যাডভোকেট শেখ জুবায়ের মাহমুদ, আবুল হাসেম চৌধুরী, মো. নুরুল ইসলাম নুরু, মো. নুরনবী, এমদাদুল হক, মো. নওশাদ ও মো. তুষারসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেলাল উদ্দিন, নজরুল ইসলাম, আবু শাহাদাত শাহীন, মো. রুবেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কর্মীবৃন্দ। বক্তারা বলেন, সৎ ও যোগ্য নেতৃত্বই পারে জাতিকে প্রকৃত উন্নয়নের পথে এগিয়ে নিতে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক