নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
জনপ্রিয় ও প্রবীণ কন্নড় অভিনেতা হরিশ রাই মারা গেছেন আজ বৃহস্পতিবার। তিনি কন্নড় সিনেমার এক শক্তিশালী অভিনেতা হিসেবে পরিচিত ছিলেন এবং তার অসামান্য অভিনয়ের জন্য দর্শকদের হৃদয়ে বিশেষ স্থান পেয়েছিলেন। ‘ওম’ এবং ‘কেজিএফ’ সিরিজের মতো সফল সিনেমায় তার চরিত্রগুলো ছিল স্মরণীয়। মৃত্যুর সময় তিনি কিডওই হাসপাতালের থাইরয়েড ক্যান্সারের চিকিৎসাধীন ছিলেন। ক্যান্সার তার পেট ও উদরের দিকে ছড়িয়ে পড়েছিল, যার ফলে তার শারীরিক অবস্থা বেশ দুর্বল হয়ে পড়েছিল
হরিশ রাইকে ‘ডন রাই’ নামে ‘ওম’ সিনেমার একটি কাল্পনিক চরিত্রের জন্য স্মরণ করা হয় এবং ‘কেজিএফ’ সিনেমায় তিনি ‘চাচা’ চরিত্রে দর্শকদের মন জয় করেছিলেন।
তিনি রেখে গেছেন স্ত্রী এবং দুই পুত্রকে। কর্নাটকের উপ-মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার শোকবার্তা লেখেন, কন্নড় সিনেমার প্রখ্যাত খলনায়ক হরিশ রাইয়ের মৃত্যু অত্যন্ত দুঃখজনক ঘটনা। তার মৃত্যুতে চলচ্চিত্র শিল্প এক অসীম শূন্যতায় চলে গেল। তিনি ‘ওম’, ‘হ্যালো ইয়ামা’, ‘কেজিএফ’ ও ‘কেজিএফ ২’ সিনেমায় অনবদ্য অভিনয় করেছিলেন। তার আত্মার শান্তি কামনা করি এবং তার পরিবার ও প্রিয়জনদের এই দুঃখ সহ্য করার শক্তি দেয়ার প্রার্থনা করি।

দৈনিক চট্টগ্রামপোস্ট