ঢাকা | বঙ্গাব্দ

খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় সম্পন্ন হলো মাসব্যাপী কঠিন চীবরদান উৎসব

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 3, 2025 ইং
খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় সম্পন্ন হলো মাসব্যাপী কঠিন চীবরদান উৎসব ছবির ক্যাপশন:
ad728
প্রবীর সুমন // খাগড়াছড়ি প্রতিনিধি

অহিংসা পরম ধর্ম গৌতম বুদ্ধের এই অমর বাণীকে ধারণ করে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে মাসব্যাপী দানোত্তম কঠিন চীবরদান উৎসব। 

সোমবার (৩ নভেম্বর) সকালে দীঘিনালা উপজেলার বিনন্দচুগ রাজগুরু অগ্রবংশ বিদর্শন ভাবনা কেন্দ্রে ২০তম দানোত্তম কঠিন চীবরদান উদযাপনের মাধ্যমে এ উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

উৎসব উপলক্ষে আয়োজিত স্বধর্ম আলোচনা সভার সভাপতিত্ব করেন পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ, দীঘিনালা উপজেলা শাখার প্রধান উপদেষ্টা ভদন্তঃ শ্রদ্ধালংকার মহাথের। এ সময় উপস্থিত ছিলেন সহ-অর্থ সচিব ভদন্তঃ সুমনানন্দ মহাথের, ধ্যানমতি মহাথের, দীঘিনালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমাসহ স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বী ও উপাসক-উপাসিকারা।

ধর্মীয় দেশনায় ভিক্ষুরা বলেন, “অহিংসা পরম ধর্ম—এই বাণী অন্তরে ধারণ করে হিংসা ও বিদ্বেষ ভুলে সকলকে আপন করে নিতে হবে। তাহলেই সমাজে অন্যায়-অবিচার দূর হয়ে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠিত হবে।”
পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইনামুল হাছান বলেন, “বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব মাসব্যাপী কঠিন চীবরদান উৎসব আইন-শৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় সকল সম্প্রদায়ের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এ ধরনের ধর্মীয় অনুষ্ঠান সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে।”

উল্লেখ্য, এবছর দীঘিনালা উপজেলায় ৩৮টি বৌদ্ধ বিহার ও ১০টি বনবিহারে কঠিন চীবরদান উৎসব পালন করা হয়। পুরো মাসজুড়ে বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ আনন্দ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দানোত্তম এই উৎসব উদযাপন করেছেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ