ঢাকা | বঙ্গাব্দ

চকরিয়ায় অস্ত্রসহ ডাকাত গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 6, 2025 ইং
চকরিয়ায় অস্ত্রসহ ডাকাত গ্রেফতার ছবির ক্যাপশন:
ad728
 মুহাম্মদ ওসমান সরওয়ার
কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া ডুলাহাজারা থেকে থানা পুলিশের অভিযানে অস্ত্রসহ এক ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার  (৬ অক্টোবর) বিকাল সাড়ে চারটার দিকে চকরিয়া থানা পুলিশ কর্তৃক ডুলাহাজারা সাকিনের রেল স্টেশন নামক জায়গা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 
পুলিশসূত্রে জানা যায়, চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাশের তত্ত্বাবধানে ও চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ারের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স এসআই  আনোয়ার হোসেন, এএসআই জসিম উদ্দিনসহ উপজেলার ডুলাহাজারা ২ নং ওয়ার্ডের রেল স্টেশনের পাশে অবস্থিত সাকিন নামক জায়গা থেকে   ১টি দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৪ রাউন্ড কার্তুজ সহ এক ডাকাতকে গ্রেফতার করা হয়। 
গ্রেফতারকৃত ডাকাত ডুলাহাজারা ২ নং ওয়ার্ডের  ডুমখালী এলাকার বাসিন্দা নূরুল ইসলামের ছেলে রাসেল প্রকাশ রিয়াজু(৩৩) বলে জানা যায়।

এ বিষয়ে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন,ধৃত ডাকাত থানা হেফাজতে আছে। যথাযথ  আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে