ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে আবারও গোলাগুলি গুলিবিদ্ধ অটোরিকশাচালক

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 6, 2025 ইং
চট্টগ্রামে আবারও গোলাগুলি গুলিবিদ্ধ অটোরিকশাচালক ছবির ক্যাপশন:
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 

চট্টগ্রামের চালিতাতলী এলাকায় ফের গোলাগুলির ঘটনা ঘটেছে, এতে ইদ্রিস নামের এক অটোরিকশাচালক গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ ইদ্রিস বহদ্দারহাট এলাকায় পরিবার নিয়ে বসবাস করেন এবং পেশায় তিনি একজন অটোরিকশাচালক। পরিবারের দাবি, মাদক কারবারে বাধা দেওয়ার কারণে ইদ্রিসকে লক্ষ্য করে গুলি করা হয়।


উল্লেখ্য, একই এলাকায় বুধবার (৫ নভেম্বর) চট্টগ্রাম-৮ আসনে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ ও শীর্ষ সন্ত্রাসী সরোয়ার বাবলা গুলিবিদ্ধ হন, পরে সরোয়ার বাবলার মৃত্যু হয়।

উল্লেখ্য, একই এলাকায় বুধবার (৫ নভেম্বর) চট্টগ্রাম-৮ আসনে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ ও শীর্ষ সন্ত্রাসী সরোয়ার বাবলা গুলিবিদ্ধ হন, পরে সরোয়ার বাবলার মৃত্যু হয়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট