নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রামের চালিতাতলী এলাকায় ফের গোলাগুলির ঘটনা ঘটেছে, এতে ইদ্রিস নামের এক অটোরিকশাচালক গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ ইদ্রিস বহদ্দারহাট এলাকায় পরিবার নিয়ে বসবাস করেন এবং পেশায় তিনি একজন অটোরিকশাচালক। পরিবারের দাবি, মাদক কারবারে বাধা দেওয়ার কারণে ইদ্রিসকে লক্ষ্য করে গুলি করা হয়।
উল্লেখ্য, একই এলাকায় বুধবার (৫ নভেম্বর) চট্টগ্রাম-৮ আসনে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ ও শীর্ষ সন্ত্রাসী সরোয়ার বাবলা গুলিবিদ্ধ হন, পরে সরোয়ার বাবলার মৃত্যু হয়।
উল্লেখ্য, একই এলাকায় বুধবার (৫ নভেম্বর) চট্টগ্রাম-৮ আসনে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ ও শীর্ষ সন্ত্রাসী সরোয়ার বাবলা গুলিবিদ্ধ হন, পরে সরোয়ার বাবলার মৃত্যু হয়।

দৈনিক চট্টগ্রামপোস্ট