ঢাকা | বঙ্গাব্দ

চেয়ারম্যানকে হুমকি দিয়ে বরখাস্ত হলেন শিক্ষাবোর্ডের কর্মকর্তা-কর্মচারী

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 6, 2025 ইং
চেয়ারম্যানকে হুমকি দিয়ে বরখাস্ত হলেন শিক্ষাবোর্ডের কর্মকর্তা-কর্মচারী ছবির ক্যাপশন:
ad728

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

চট্টগ্রাম শিক্ষাবোর্ড চেয়ারম্যানের সঙ্গে অশালীন ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ এবং সরাসরি হুমকি দেওয়ার অভিযোগে এক কর্মকর্তা এবং এক কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে কেন তাদের স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না— তা জানাতে ১০ কর্মদিবসের মধ্যে বোর্ড সচিবের কাছে লিখিত ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। বরখাস্তকৃতরা হলেন- সেকশন অফিসার জাহেদ হোসেন ও অফিস সহায়ক জমির উদ্দিন।

চট্টগ্রাম শিক্ষাবোর্ড চেয়ারম্যানের সঙ্গে অশালীন ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ এবং সরাসরি হুমকি দেওয়ার অভিযোগে এক কর্মকর্তা এবং এক কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে কেন তাদের স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না— তা জানাতে ১০ কর্মদিবসের মধ্যে বোর্ড সচিবের কাছে লিখিত ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। বরখাস্তকৃতরা হলেন- সেকশন অফিসার জাহেদ হোসেন ও অফিস সহায়ক জমির উদ্দিন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিব অধ্যাপক ড. এ কে এম সামছু উদ্দিন আজাদের সই করা এক অফিস আদেশে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়।

চিঠিতে বলা হয়, ২ নভেম্বর সকাল সাড়ে ১১টার দিকে শিক্ষাবোর্ড চেয়ারম্যানের দপ্তরে পদোন্নতি সংক্রান্ত বিষয়ে কয়েকজন সেকশন অফিসার সাক্ষাৎ করতে যান। পরে হিসাব শাখার সেকশন অফিসার জাহেদ হোসেন, অফিস সহকারী আইয়ুব আলী ও অফিস সহায়ক জমির উদ্দিন অনুমতি ছাড়া চেয়ারম্যানের কক্ষে প্রবেশ করেন। একপর্যায়ে তারা অশোভন, অশালীন ও আচরণবিধিবহির্ভূত আচরণ করেন। এর মধ্যে জাহেদ হোসেন ও জমির উদ্দিন চেয়ারম্যানকে দেখে নেওয়ার হুমকিও দেন।

ঘটনার সময় কক্ষে উপস্থিত অন্যান্য কর্মকর্তা-কর্মচারীর সঙ্গেও তারা শিষ্টাচারবিরোধী ব্যবহার করেন, যা সরকারি কর্মচারী বিধিমালার স্পষ্ট লঙ্ঘন। এ পরিস্থিতিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী জাহেদ হোসেন ও জমির উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এ বিষয়ে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিব অধ্যাপক ড. এ কে এম সামছু উদ্দিন আজাদ বলেন, বোর্ডের শৃঙ্খলা রক্ষায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। দুজনকে কেন স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না— তা জানাতে ১০ কর্মদিবসের মধ্যে স্বশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার