ঢাকা | বঙ্গাব্দ

জমকালো আয়োজনে শেষ হলো নোবিপ্রবির বিজিই বিভাগের বিদায় সংবর্ধনা

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 6, 2025 ইং
জমকালো আয়োজনে শেষ হলো নোবিপ্রবির বিজিই বিভাগের  বিদায় সংবর্ধনা ছবির ক্যাপশন: নোবিপ্রবিতে বিজিই বিভাগের বিদায় আয়োজন
ad728
মো: নাঈমুর রহমান 
নোবিপ্রবি প্রতিনিধি 

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ফেয়ারওয়েল অনুষ্ঠিত হয়েছে।  বুধবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমীন অডিটোরিয়ামে বেলা ১২ টায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। 

বিদায় সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. রেজুয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মুহাম্মদ হানিফ (মুরাদ), জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল ইসলাম। সভাপতি হিসেবে ছিলেন বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. আবু নসর মিয়া। সাথে ছিলেন বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাও। এছাড়াও, বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং সকল শিক্ষার্থী সেখানে উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানের এক পর্যায়ে বিদায়ী শিক্ষার্থী অংকন দাস বলেন, আজ বিজিই বিভাগের এই বিদায়ী মুহূর্তে মনটা ভরে আছে স্মৃতি আর কৃতজ্ঞতায়। এই বিভাগ শুধু পাঠ্যজ্ঞানই দেয়নি, শিখিয়েছে গবেষণা, দলগত কাজ ও মানবিকতার মানে। শিক্ষকদের দিকনির্দেশনা ও সহপাঠীদের বন্ধুত্ব আমার জীবনের অমূল্য সম্পদ হয়ে থাকবে। শেষে সবার জন্য দোয়া চাই আমরা যেন সবাই আমাদের জ্ঞানের মাধ্যমে দেশ ও মানবতার কল্যাণে কাজ করতে পারি।

বিজিই বিভাগের প্রশংসার এক পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. রেজুয়ানুল হক বলেন, আমরা র‍্যাংকিং এ ভালো করছি। এর পিছে অন্যতম অবদান হিসেবেও বিজিই বিভাগ আছে। এ বিভাগে অনেক ভালো গবেষণা হয়। তোমরা যারা নবীন এবং বিদায়ী শিক্ষার্থী আছো, আমি চাই তোমরা এ র‍্যাংকিংকে আরো সামনে এগিয়ে যাবে এবং নোবিপ্রবির সুনাম অক্ষুণ্ণ রাখবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’