ঢাকা | বঙ্গাব্দ

জাবি অধ্যাপক ড. নাহরিনের বিরুদ্ধে জামায়াত নেতার মামলা

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 4, 2025 ইং
জাবি অধ্যাপক ড. নাহরিনের বিরুদ্ধে জামায়াত নেতার মামলা ছবির ক্যাপশন:
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূ-পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও দলের সিরাজগঞ্জ-২ আসনের প্রার্থী অধ্যাপক জাহিদুল ইসলাম জাহিদ। মামলায় ড. নাহরিনের বিরুদ্ধে টিভি টকশোতে মানহানিকর ও মিথ্যা বক্তব্য উপস্থাপন করার অভিযোগ আনা হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা ১১টায় সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সদর থানা আমলি আদালতে এ মামলাটি দায়ের করা হয়।

আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম শাহরিয়ার শহিদ বাপ্পি বাদীর আরজি গ্রহণ করে আদেশের অপেক্ষায় রেখেছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ২৫ অক্টোবর বেসরকারি টেলিভিশন জিটিভির টকশো টাইম লাইন বাংলাদেশে কাজী জেসিনের উপস্থাপনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. নাহরিন ইসলাম খান। 

ওই অনুষ্ঠানে ড. নাহরিন বলেন, সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি একটি গণমাধ্যমে দেওয়া বক্তব্যে দাবি করেছেন ৫ আগস্টে পলাতক আওয়ামী লীগ নেতাদের স্ত্রীদের ওপর জামায়াত নেতা-কর্মীদের হক রয়েছে। মুহূর্তেই নাহরিন খানের বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

এ বিষয়ে অধ্যাপক জাহিদুল ইসলাম জাহিদ বলেন, ‘২৫ অক্টোবর জিটিভির টকশোতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূ-পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান মানহানিকর বক্তব্য দিয়েছেন। এছাড়া জামায়াতকে নিয়ে বাজে মন্তব্য করেছেন। এ জন্য সিরাজগঞ্জ আমলি আদালতে মানহানির মামলা করেছি।’

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য