ঢাকা | বঙ্গাব্দ

বিকেল ৪টার আগে নিউ মার্কেট মোড়ে হকার নিষেধ কঠোর হুঁশিয়ারি মেয়রের

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 4, 2025 ইং
বিকেল ৪টার আগে নিউ মার্কেট মোড়ে হকার নিষেধ কঠোর হুঁশিয়ারি মেয়রের ছবির ক্যাপশন:
ad728
ডেস্ক নিউজ, চট্টগ্রাম 

চট্টগ্রাম নগরের নিউ মার্কেট মোড়ে বিকেল ৪টার আগে কোনো হকার বসলে উচ্ছেদ অভিযানসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) নগরীর গুরুত্বপূর্ণ এই বাণিজ্যিক এলাকায় পরিচালিত উচ্ছেদ অভিযানে অংশ নিয়ে মেয়র এ নির্দেশনা দেন।

তিনি বলেন, নিউ মার্কেট মোড় একটি ব্যস্ত বাণিজ্যিক এলাকা। এখানে হকার ব্যবসার নামে সড়ক ও ফুটপাত দখল করে কোনো স্থায়ী স্থাপনা করা যাবে না—এমন কার্যক্রম দেখা গেলে তাৎক্ষণিকভাবে উচ্ছেদ করা হবে।

মেয়র আরও জানান, বিকেল ৪টার আগে কেউ হকারি করতে পারবেন না। ৪টার পর থেকে রাত পর্যন্ত হকাররা ব্যবসা করতে পারবেন, তবে চাকাযুক্ত গাড়ি বা হাতে পণ্য এনে বিক্রি করতে হবে। কেউ স্থায়ী কাঠামো বা ছাতা এমনভাবে বসালে যাতে পথচারীদের চলাচলে সমস্যা হয়, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

তিনি হকারদের ব্যবসার জায়গা পরিষ্কার রেখে যাওয়ারও নির্দেশ দেন।

অভিযানে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ এবং পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তারা।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ