ঢাকা | বঙ্গাব্দ

বোয়ালখালীতে ২ মাসে ৭টি অজগরসহ শতাতিক সাপ উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 6, 2025 ইং
বোয়ালখালীতে ২ মাসে ৭টি অজগরসহ শতাতিক সাপ উদ্ধার ছবির ক্যাপশন:
ad728
এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম 

চট্টগ্রাম বোয়ালখালীতে মাছ ধরার জালে আটকা পড়া প্রায় ৮ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার, গত দুই মাসে ৭টি অজগর করা হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার করলডেঙ্গা ইউনিয়নের তালুকদার পাড়ার একটি বিলে অজগরটি আটকে পড়ে।

খবর পেয়ে ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিমের সদস্য আমির হোসাইন শাওন জাল থেকে অজগরটি উদ্ধার করা হয়েছে।

আমির হোসেন শাওন বলেন, বার্মিজ প্রজাতির অজগরটি বিলে বসানো ভাসা জালে আটকে পড়েছিলো। প্রায় ৮ ফুট লম্বা অজগরটি ওজন ৯ কেজি হবে। বন বিভাগের সাথে কথা বলে অজগরটি অবমুক্তির জন্য হস্তান্তর করা হবে।

আমির হোসেন শাওন বলেন গত দুই মাসে বিভিন্ন সাইজের ৭টি অজগর সাপ বোয়ালখালী উপজেলা বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। 

উল্লেখ গত ২০ সেপ্টেম্বর, সকালে, ১টি অজগর সাপ জৈষ্টপুরা এলাকা থেকে উদ্ধার হয়।
২৫ সেপ্টেম্বর, রাতে ১টি অজগর সাপ কেরানীবাজার এলাকা থেকে উদ্ধার হয়। 
২৭ সেপ্টেম্বর সকালে ১টি অজগর সাপ আহলা করলডেঙ্গা ইউনিয়নের উত্তর ভূর্ষি গ্রাম থেকে উদ্ধার হয়। 
১০ অক্টোবর, দুপুরে, ১টি অজগর সাপ আমুচিয়া ইউনিয়নের এলাকা থেকে উদ্ধার। 
১৩ অক্টোবর, রাতে ১টি অজগর সাপ। পৌরসভা এলাকা থেকে উদ্ধার। 
২৯ অক্টোবর, বিকালে ১টি অজগর সাপ কধুরখীল এলাকা থেকে উদ্ধার হয়েছে।
বোয়ালখালীতে গত দুই মাসে শতশত বিভিন্ন প্রজাতির সাপ উদ্ধার করা হয় বলে জানা যায়।
গত দুই মাসে সাপের কামড়ে দুজনের মৃত্যু হয়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন