ঢাকা | বঙ্গাব্দ

মানব পাচারকারী আটক নারী ও শিশুসহ ২৫ জন উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 4, 2025 ইং
মানব পাচারকারী আটক নারী ও শিশুসহ ২৫ জন উদ্ধার ছবির ক্যাপশন:
ad728

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে দুই মানব পাচারকারীকে আটক এবং নারী ও শিশুসহ ২৫ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে টেকনাফের বাহারছড়া জুম্মাপাড়া সংলগ্ন পাহাড়ি এলাকায় কয়েকজন নারী ও শিশুকে বন্দী করে রাখা হয়েছে; এমন তথ্যের ভিত্তিতে সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২৫ জন ভুক্তভোগীকে উদ্ধার এবং দুই মানব পাচারকারীকে আটক করা হয়।

উদ্ধার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, সংঘবদ্ধ পাচারচক্র উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় পাচারের চেষ্টা করছিল। তারা সুযোগমতো মেরিন ড্রাইভ এলাকার উপকূল থেকে নৌপথে পাচারের পরিকল্পনা করে এবং বন্দী রেখে নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায়ের চেষ্টা চালায়।

আটককৃত পাচারকারী ও উদ্ধারকৃতদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, ‘মানব পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ