নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে রামপালে ধানের শীষের পক্ষে প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল ৫টার দিকে বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লাহাট এলাকায় এই প্রচার মিছিলটি বের করা হয়। এতে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
প্রচার মিছিল শেষে ফয়লাহাট বাসস্ট্যান্ড চত্বরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বাগেরহাট-২ আসনের মনোনয়নপ্রত্যাশী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।
তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশব্যাপী সংসদ সদস্য পদপ্রার্থী ঘোষণা করা হয়েছে। হাইকোর্টে আসনসংক্রান্ত একটি মামলার নিষ্পত্তি না হওয়ায় বাগেরহাটে এখনো প্রার্থী ঘোষণা হয়নি। তবে দল যাকে মনোনয়ন দেবে, আমরা সবাই তার পাশে থাকব।
ড. ফরিদুল ইসলাম আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ। তাই দেশের স্বার্থে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।
তিনি আরও বলেন, আজ জনগণ পরিবর্তনের প্রত্যাশায় অপেক্ষা করছে। বিএনপি ক্ষমতায় গেলে দেশে গণতন্ত্র ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠিত হবে। দেশের মানুষ যেন শান্তিতে, নিরাপত্তায় ও সম্মানের সঙ্গে বসবাস করতে পারে—সেই লক্ষ্যে আমরা কাজ করছি। সভায় তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিপুলসংখ্যক নেতাকর্মী ও স্থানীয় বিএনপি সমর্থক উপস্থিত ছিলেন।

দৈনিক চট্টগ্রামপোস্ট