জে.এম জাবেদ
“লোভে পাপ, পাপে মৃত্যু”—এই চিরন্তন সত্য আজ যেন কেবল বইয়ের পাতায় সীমাবদ্ধ। বাস্তব জীবনে মানুষ লোভকে নিয়ন্ত্রণ না করে বরং লোভকেই পোষণ করছে। আর এই লোভই ধীরে ধীরে মানুষ ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।
সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদপত্রের খবরে প্রতিনিয়তই চোখে পড়ছে ক্ষমতা, দখল, আধিপত্য বা চাঁদাবাজি নিয়ে সংঘর্ষ, খুন ও রক্তপাতের ঘটনা। মানবিক মূল্যবোধ আজ বিলুপ্তপ্রায়। এক পক্ষ প্রতিশোধের আগুনে জ্বলতে থাকে, আরেক পক্ষ সেই আগুনে ঘি ঢালে। প্রতিশোধের এই চক্রে সমাজ হারাচ্ছে নিরাপত্তা, শান্তি ও মানবতা।
“চুরি-ডাকাতি বা সন্ত্রাসে জড়িত অনেকেই পরে আবার একই গোষ্ঠীর হাতে মারা যায়। এই চক্র ভাঙতে না পারলে সহিংসতা প্রজন্মের পর প্রজন্ম চলতেই থাকবে।”
এদিকে দেখা যায়, কেউ কেউ পাপের পথ ছেড়ে সৎ জীবনে ফিরে আসতে চাইলেও সমাজ বা অপরাধীচক্রের বাধার মুখে টিকে থাকতে পারে না। ভালো হতে চাওয়া মানুষগুলোই হয়ে পড়ে হুমকির মুখে।
লোভই সব অশান্তি ও সহিংসতার মূল। যখন মানুষ নিজের প্রয়োজনের বাইরে অতিরিক্ত অর্জনের চেষ্টা করে, তখনই শুরু হয় পাপ ও অন্যায়ের পথযাত্রা।
তারা আরও বলেন, পৃথিবীকে সুন্দর রাখতে হলে আগে মানুষের মনকে সুন্দর করতে হবে।
লোভ, হিংসা ও প্রতিহিংসা ভুলে সবাই যদি মানবতার বন্ধনে একসাথে এগিয়ে আসে, তবে সমাজে শান্তি ও সৌন্দর্য ফিরিয়ে আনা সম্ভব।

দৈনিক চট্টগ্রামপোস্ট