মো: একরামুল হক
হাটহাজারী সংবাদদাতা
অদ্য (৬ নভেম্বর ২০২৫) সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত চট্টগ্রামের হালদা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৫ হাজার মিটার সুতার জাল ও তিনটি বেহান্দি জাল জব্দ করা হয়েছে। এ সময় দুজন আসামিকে আটক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী হালদা নৌ-পুলিশ ফাঁড়ির এএসআই রমজান আলী। উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শওকত আলীসহ হালদা ক্যাম্পের সদস্যরা।
পরে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মুমিনের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে প্রত্যেক আসামিকে চার হাজার টাকা করে মোট আট হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা আদায়ের পর মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে তাদের ছেড়ে দেওয়া হয়।
ভিজে থাকার কারণে জব্দ করা জালগুলো বর্তমানে হালদা ক্যাম্পের হেফাজতে রয়েছে। আগামীকাল রোদে শুকিয়ে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হবে বলে উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে।

দৈনিক চট্টগ্রামপোস্ট