ঢাকা | বঙ্গাব্দ

আনোয়ারায় ৩হাজর পিস ইয়াবাসহ যুবক আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 17, 2025 ইং
আনোয়ারায় ৩হাজর পিস ইয়াবাসহ যুবক আটক ছবির ক্যাপশন: আনোয়ারায় ৩ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
ad728
আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা 

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ২হাজার ৯৫০ পিস ইয়াবা টেবলেটসহ মোঃ ইব্রাহিম (২৫) নামের এক যুবককে আটক করেছে সেনাবাহিনী।

সোমবার (১৭ নভেম্বর) সকাল ০৯টা ১৫ মিনিটের দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের আটককৃত যুবকের বসত ঘরের সামনে থেকে তাঁকে আটক করা হয়।

আটককৃত যুবক মোহাম্মদপুর গ্রামের মোখলেছ ডিলারের বাড়ির ফয়েজ আহাম্মদের ছেলে।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সেনাবাহিনী। এমন সময় পালিয়ে যাওয়ার সময় সেনাবাহিনী তাকে আটক করে। এসময় তল্লাশী করে তার ডান হাতে থাকা একটি শপিং ব্যাগ থেকে ২,৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এবিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, "আটককৃতকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন